(১) আপনি যদি কোন মামলায় পক্ষ বা প্রতিপক্ষ হন তবে পাবেন, উকিলবাবুর ফী, সাক্ষীর খরচ, নোটিশের খরচ, কোর্ট ফী, মামলার নথী তৈরী ও অন্যান্য আনুষঙ্গীক খরচ ইত্যাদি।
(২) আপনার পক্ষ সমর্থনের জন্য উকিল নিয়োগ করে দেওয়া হবে।
(৩) আদালতের কোনো রায়, আদেশ, সাক্ষীর বয়ান বা দলিলের প্রত্যয়িত নকল নেয়ার খরচ ইত্যাদি।
(৪) আইন সন্মত কোনো দলিল তৈরির যাবতীয় খরচ।