Interacting with Media Persons during a Press Meet at Dharmanagar Press Club on 23rd November 2019 regarding with Punam Das Murder Case.
২৩শে নভেম্বর ২০১৯ইং সকাল ১১.৩০ মিনিটে পুনম দাস হত্যা মামলা সংক্রান্ত বিষয়ে ধর্মনগর প্রেস ক্লাবে একটি সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সাংবাদিক সন্মেলনে নিম্ন লিখিত বিষয়ে সাংবাদিকদের সামনে আলোচনা
১. পুনম দাস হত্যা মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি সংক্রান্ত তথ্য।
২. আশিস দাসের চাকুরির ক্ষেত্রে তথ্য গোপন করে দুর্নিতির আশ্রয় নিয়েছেন তাই আশিস দাসের চাকুরি বাতিল করার দাবী।
৩. পুনম দাস হত্যা মামলার সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবী।