GK Dutta – Official Website

PUBLIC DEPUTATION AGAINST MINORS LAND SALE SCAM!

আজ ২০শে জুলাই ২০১৭ইং, দুপুর ২ঘটিকায় ধর্মনগর মহকুমা শাসকের নিকট শ্রীপুর, দেওয়ানপাশা ও হাফলং গ্রামের দুই শতাধিক জনগন সম্নিলিত ভাবে শ্রীমতি নমিতা তেওয়ারী ও লক্ষি তেওয়ারী,  পিতাঃ মৃত-ধনঞ্জয় তেওয়ারী গ্রাম- দেওয়ানপাশা, ওয়ার্ড নং-৫, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রয় নিজ ভূমি জাল নথিপত্র দাখিল করে প্রতারনা মূলক জাল দলিল করে সম্পত্তি (ভূমি) আত্মসাৎ কারি শ্রীমতি রীনা রানি সোনার (সাও), স্বামী- সঞ্জয় কুমার সাও এর বিরুদ্ধে এক গণ ডেপুটেশন দেওয়া হয়।

দাবী সমূহঃ-

১/ অবিলম্ভে উপরোক্ত ঘটনার সুষ্ট তদন্ত করে জাল দলিল বাতিল করতে হবে। যে জায়গা অবৈধ ভাবে জাল নথিপত্র দিয়ে দলিল হয় খতিয়ান নং ৭৬৮, মৌজা- দেওয়ানপাশা, ধর্মনগর।
২/ এই প্রতারনা মূলক ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যাবস্থা গ্রহন করতে হবে।
৩/ নাবালিকা শ্রীমতি নমিতা তেওয়ারী ও লক্ষি তেওয়ারীর নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করতে হবে।

GK Dutta

GK Dutta is a Social Worker by Passion and Consultant by Profession. In 2001 he started his journey as a Social Worker and then there are the 20 years and have continued his Social and Human Rights Activities and through these journey, had a great privilege to working with various National and International Voluntary and Human Rights organisations.

Previous LEGAL SERVICE TO DOMESTIC VIOLENCE VICTIM!
Open chat
1
Hi! We're here to answer any questions you may have.